কয়রায় ৩৭৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে  সার ও  বীজ বিতরণের শুভ উদ্বোধন

0
229
কয়রা (খুলনা) প্রতিনিধি,মোঃ কোহিনূর  আলম,  কৃষির আবাদ উৎপাদন ও বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার ৩৭৬৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবিশস্য বীজও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই বিতরণ কর্মসূচি। সার ও বীজ বিতরণ উপলক্ষে  ৫ নভেম্বর রবিবার বেলা  ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক উজ জামান। উপজেলা কৃষি  কর্মকর্তা  কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন অর রশিদ, জাইকার কর্মকর্তা হাফিজুর রহমান, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম। বিতরণকৃত  সার ও বীজের মধ্যে রয়েছে, রবি শস্য বীজ গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর ডাল, এম ও পি ও ডিএপি স্যার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here