চুয়াডাঙ্গায় মাকে হত্যার মামলায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

0
182
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বোন হত্যার অভিযোগে ভাই’র মামলায় ভাগ্নেকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বুধবার  দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার  জবেদা খাতুন (৫০) নামের এক নারীকে হত্যার দায়ে তার ছেলে মুকুল হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।
এর আগে নিহত জবেদা খাতুনের ভাই মো: আলাউদ্দিন ঘটনার দিন রাতে মুকুল হোসেনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন।মামলার একমাত্র আসামি ছেলে মুকুল হোসেনের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: বেলাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।মামলার রায় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নিজেদের বাড়িতে জবেদা খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন ছেলে মুকুল হোসেন। জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘঠতিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here