আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে মিছিল ও সমাবেশ

0
207
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:  আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,( তালা- কলারোয়া) আসনে নৌকা প্রতীক প্রত্যাশি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) বিকালে নৌকার সমর্থনে ও অবরোধ বিরোধী মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুটবল মাঠে সমাবেশে মিলিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য আ’লীগ নেতা- কর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও নৌকা – নৌকা এই শ্লোগানে শ্লোগানে পৌর সদর মুখরিত হয়ে ওঠে। পরে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী স্বপনের সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মাহাফুজর রহমান নিসান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা,  সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, আ’লীগ নেতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাছুম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। বক্তারা, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে ত্যাগি, কর্মীবান্ধব নেতা উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য কেন্দ্রীয় আ’লীগ সভানেত্রী, জননেত্রী, গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানান। আরো বলেন,
আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here