কলারোয়া সরকারি কলেজে সুবর্ণজয়ন্তী উৎযাপনে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

0
182

এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজে সুবর্ণজয়ন্তী উৎযাপনের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্ক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সরকারি কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিজেই অনলাইন রিজিস্ট্রেশনে নাম নিবন্ধন করে কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও  সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক অধ্যাপক এস,এম আনোয়ারুজ্জামান। অনলাইন কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র আলমগীর কবিরের সভাপতিত্বে ও  প্রাক্তন ছাত্র সফটওয়্যার ইন্জিনিয়ার অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপাধ্যক্ষ আধ্যাপক আব্দুল মজিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, প্রাক্তন ছাত্র কেন্দ্রীয় যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, আ’লীগ নেতা আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক সহকারী অধ্যাপক এম,এ কালাম, ক্রীড়া ব্যক্তিত্ব জাহেদুর রহমান খান চৌধুরী জাহিদ,  শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ব্যাংকার রফিকুল আলম রফিক, ব্যাংকার জি,এম ফৌজি, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, ডা: হাবিবুর রহমান, মাস্টার আব্দুল ওহাব মামুন, প্রধান শিক্ষক মুজিবর রহমান, আরিফুল হক চৌধুরী, মোস্তাক আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, আসাদুর রহমান বাবু সহ কলেজের বিভিন্ন শিক্ষা বর্ষের অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। সব শেষে,  সুবর্ণ জয়ন্তী উৎযাপন কমিটির সদস্য সচিব ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ভ্যার্চুয়ালী সকল উপস্থিতিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠেয়  সুবর্ণজয়ন্তী উৎযাপন অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক সহযোগীতা কামনা করেন। উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল-২৪’ সুবর্ণজয়ন্তী উৎযাপনকে সামনে রেখে অনলাইনে নিবন্ধন করার জন্য আবেদন করা হয়। কলারোয়া সরকারি কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মূল নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে বলে জানা যায়। সব শেষে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here