৩৬৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক

0
140
যশোর প্রতিনিধি : যশোরে র‌্যাবের অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৬৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে আজ ভোর সাড়ে পাঁচ টায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বারপোতা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আনিছুর রহমান, মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক, মৃত চান্দালী মোড়লের ছেলে ইয়ার আলী ও রুহুল আমীন সরদারের ছেলে আরিফুল ইসলাম। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here