স্টাফ রিপোর্টার : সব ধরণের অনিয়ম, কারচুরি ও দখলদারিত্ব প্রতিহত করে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একইসাথে তিনি ভোটারদের নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করারও নির্দেশ দেন। শুক্রবার যশোরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ প্রদান করেন। খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সাথে এ মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। শুক্রবার সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফট্ওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ২৯০জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, এই সভায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গিয়ে তারা কোনো সমস্যা বিপদের সম্মুখীন হচ্ছেন কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, যে কোন মূল্যে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদেরকে মূল দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ভোট কেন্দ্রের ভিতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোন অনিয়ম কারচুপি দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন সেটা নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা থাকবেন। তারাই ভোটকেন্দ্রে মূল দায়িত্বে থাকবেন। তারাই কেন্দ্রে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করবেন। এ জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। তারা যাতে সুচারুরূপে দায়িত্ব পালন করেন, সেটিও নিশ্চিত করা হবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে দোষী শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরণের বিধি বিধান প্রতিপালন করবে কমিশন। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। এছাড়া বিকাল তিনটায় একই স্থানে যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
Home
যশোর স্পেশাল যশোওে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অনিয়ম কারচুপি ও দখলদারিত্ব প্রতিহত...
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















