নড়াইলে প্রথম দিনের নির্বাচনী প্রচারনায় ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন মাশরাফি বিন মুর্তজা

0
184
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে প্রথম দিনের নির্বাচনী প্রচারনায় ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন মাশরাফি বিন মুর্তজা
প্রথম দিনের মত নির্বাচনী প্রচারনায় নেমেছেন নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রাথী বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর আজ রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় নড়াইলে আসেন। কালনা ব্রীজ এলাকায় আয়োজিত প্রথম পথসভায় তিনি বলেন, পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার সময় এখানে ফেরিতে পার হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ৬ লেনের ব্রীজ হয়েছে। আগামীতে আবারো নৌকা প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হলে এলাকার বাকি উন্নয়নের জন্য জীবন বাজি রেখে কাজ করবো। আগামী ৭ জানুয়ারী ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের আহবান জানিয়েছেন।
মাশরাফি বিন মুর্তজা এর পর লোহাগড়ার আলামুন্সির মোড়, সিএনবি চৌরাস্তা, লোহাগড়া উপজেলার দলীয় কার্যালয়ের সামনে, এড়েন্দা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ গ্রহন করেন। এছাড়া রাস্তার মোড়ে মোড়ে এলাকাবাসীর তাকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি, সাধারন সম্পাদক সৈয়দ মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল আমির রোমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here