মনিরামপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু 

0
181

আনিছুর রহমান ও হাবিবুর রহমান হাবি:- মনিরামপুরের পল্লীতে মাটি বহনকারী এক ট্রাক্টরের চাকাই পিষ্ট হয়ে সাইদুর রহমান নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালককে আটক করতে পারেনি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক্টরটি আয়ত্বে নিয়েছে ও লাশটি থানায় নিয়ে গেছে। প্রত‍্যক্ষদর্শি সূত্রে জানা যায় ২৫ ডিসেম্বর সকাল থেকে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের মাঠ থেকে মাটি কেটে ট্রাক্টারে বহন করে গ্রামের এক বাড়িতে দিচ্ছেলেন। এদিন বেলা ১১ টার দিকে মাটি নিয়ে ট্রাক্টরটি যাওয়ার সময় হেলাঞ্চী হাসপাতাল মোড়ের শহর আলীর আড়তের সামনে রাস্তার ঊপর থাকা  একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশে দাড়িয়ে থাকা সাইদুর রহমানকে (৮২) চাপা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত‍্যু হয়। নিহত সাইদুর রহমান ওরফে (অবসরপ্রাপ্ত) সৈয়দ কেরানি ছিলেন হেলাঞ্চী গ্রামের মৃত গহর আলী মোড়লের ছেলে ও হেলাঞ্চী কৃষ্নবাটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের অফিস সহকারী। স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটি আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। ট্রাক্টরটির চালক ও  মালিক হলেন একই উপজেলার বাকোশপুল গ্রামের মোস্তফা মোড়লের ছেলে রবিউল ইসলাম। এদিকে খেদাপাড়া পুলিশ ও মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক্টরটি জব্দ করলেও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক বলেন, ঘাটক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম‍্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, সৈয়দ চাচা আমার বিদ‍্যালয়ের কেরানী ছিলেন, তার এই মর্মান্তিক মৃত‍্যুতে আমি হতোবাক। আমি তার পরিবার সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্রঞাপন করছি। সাথে সাথে বেপরোয়া ভাবে রাস্তা দিয়ে এই মাটি বহনকারী ট্রাক্টরের চালককে  আইনের আওতায় আনার জন‍্য প্রশাসনের প্রতি জোর দাবী করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here