ভ্রাম্যমান আদালতে বাঘারপাড়ায় ২ মাদকসেবির জেল জরিমানা

0
142

বাঘারপাড়া প্রতিনিধি: বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকাসক্তের অর্থসহ কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বাঘারপাড়া, তামান্না ফেরদৌসি এই আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া উত্তর পাড়ার হাকিম বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম ও আঃ সালাম বিশ্বাসের ছেলে সৈকত আলী জামদিয়ার উত্তর পাড়ার একটি পরিত্যক্ত জায়গায় বসে মাদকদ্রব্য সেবন করছিল, এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এস আই শাহীন পারভেজ ও এস আই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দুই মাদকসেবিদের সেবনরত অবস্হায় আটক করে  বাঘারপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসির আদালতে হাজির করলে আদালত মাদকসেবি শহিদুলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, এবং সৈকত আলীকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here