দেবহাটায় ৪ জুয়াড়ীকে আটক 

0
153
দেবহাটা)সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে ৪ জোয়াড়ীকে আটক  করেছে দেবহাটা থানা  পুলিশ। বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ৯৯৯ এ ফোন পেয়ে দেবহাটা থানার ওসি শেখ  মাহমুদ হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, এসআই মিজানুর রহমান সহ- সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কাজী মোহাল্ল্যা এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক  করেন।
আটককৃত ব্যাক্তিরা হলেন, কাজী মোহাল্ল্যা এলাকার আনিসুর রহমানের ছেলে আসাদ শেখ (৩৫), আলী মুজ্জামানের ছেলে জাকীর হোসেন পলাশ (৩৫), শেখ তহিদুল ইসলামের ছেলে শেখ শহিদুল ইসলাম (৩০) এবং আব্দুস সালামের ছেলে জাকীর হোসেন (৩৮)।
অভিযান কালে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও কিছু নগদ অর্থ  উদ্ধার করা করা হয়। আটকের  বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ  মাহমুদ হোসেন বলেন, মামলা দায়ের শেষে বিচারার্থে আটককৃত ব্যাক্তিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here