যশোর অফিস : দেশের অন্য স্থানের ন্যায় যশোরে উৎসব মুখোর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন। এর আগে তিনি নতুন বই হাতে শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে বেলুন উড়ান। বই বিতরণ কালে জেলা প্রশাসক মোহাম্মদ আজরাউল হাসান মজুমদার বলেন, সারাদেশে সরকার শিক্ষার্থীদের মাঝে ৩০ কোটি নতুন বই বিতরণ করছে। এর অংশ হিসেবে যশোরে শিক্ষার্থীদের নতুন বছরের প্রথম দিনে মাঝে লাখের অধিক ৫০ লাখের অধিক নতুন বই বিতরণ করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের মানুষের মত মানুষ হওয়ার জন্য আমাদের নতুন দিনের নতুন স্বপ্ন নিয়ে এগোতে হবে। প্রধান অতিথি বই পড়া এবং নিজের জীবনকে গড়ে নেয়ার জন্য শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার পরামর্শ দেন। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এ সময় উপস্থিত ছিলেন। যশোর জিলা স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে বলে শিক্ষা অফিসার মাহফুজুল হক জানিয়েছেন।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















