হাড় কাঁপানো শীতে কাপছে যশোরের মানুষ

0
178

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে কাঁপছে যশোর। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ। একইসাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ। যশোরে সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতের মাঝেও তদেরকে কর্মস্থলে যেতে হয়েছে। এছাড়া, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।যশোরে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত  রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ। এ কারণে হাসপাতালে অসুস্থ মানুষের ভীড় বেড়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here