দেবহাটায় তীব্র শীতের ঠান্ডা ঠেকাতে আগুনের তাপ নেওয়ার দৃশ্য  

0
177
আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:পহেলা ০১ মাঘ মাসের প্রথম দিন ভোর থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত ঘোন কুয়াশা ছিলো । কাটিনি তীব্র শীতের প্রবাহ। ছিলো হালকা পাতলা হাওয়া বাতাস।ছিলো দিন ব্যাপী শীতের ঠান্ডা হাও। বয়স্ক বৃদ্ধাদের  তেমন একটা দেখা যায় নি। যদিও দেখা গেছে, শীত কাটাতে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিতে। সরজমিন পরিদর্শন কালে সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের আওতায় ইছামতী নদীর সীমান্তবর্তী এলাকায় যেয়ে আগুনের তাপ নিতে দেখা। তাদের কাছে আগুনের তাপ নেওয়ার বিষয় জানতে চাইলে বলেন, মাঘ মাসের প্রথম দিনে প্রচন্ড শীতে শরীর প্রায় বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। বেলা সময় প্রায় তিনটি  বাজলেও শরীর গরম না হওয়ার ফলে আগুন জ্বালিয়ে শরীর গরম করতে হচ্ছে এমনই জানিয়েছেন। যে রাত গেছে ওই রাতে কি পরিমাণ যে শীতে কষ্টো হয়েছে, যেন  কম্পোনে ধরেছিল। ময়মুরুব্বিরা অনেক সময় গল্প করতেন  মাঘের শীত বাগের গায়ে। আসলে বাগের গায়ে মাগের শীত লাগে এটি প্রমাণ করে দিয়েছে মাঘের প্রথম সকালেও দিন ব্যাপী। শীত ভোক্তভোগীদের প্রয়োজন হয়ে পড়েছে কম্বল। সরকার কতৃপক্ষের কাছে শীত কাটাতে কম্বলের দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here