সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রতিবন্ধীকে পিটিয়ে গুরুতর জখম 

0
149

ভ্রাম্যমাণ প্রতিনিধি, সাতক্ষীরা :পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করায় মূর্মুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আশাশুনীর গুনাকরকাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত চাঁদ আলী গাজীর পুত্র প্রতিবন্ধী খলিল গাজী (৫৫)কে প্রতিপক্ষ একই গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র ছহিলউদ্দীন ও মোছেল উদ্দীন, মোছেলউদ্দীনের পুত্র আবির ও ছহিলউদ্দীনের পুত্র আতিকুল ইসলাম গত ১৪জানু:রবিবার পিটিয়ে গুরুতর জখম করে। মারাত্মক আহত অবস্থায়ও হতদরিদ্র প্রতিবন্ধী খলিল গাজী নিজ বাড়িতে থেকে স্থানীয় এক গ্রাম ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছিল। কিন্তু তার পিত্তথলিতে আঘাত লাগার কারণে গত ৩ দিন যাবত প্রস্রাব না হওয়ায় মুর্মুর্ষ অবস্থায় গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। হাসপাতালের বেডে কাতরাতে থাকা প্রতিবন্ধী খলিল গাজী প্রতিকার চেয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here