নড়াইল সদর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
153
প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইল সদর থানা পুলিশের অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
শনিবার (২০ জানুয়ারি) সকালে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ কামাল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ কামাল মোল্যা নড়াইল জেলার সদর থানার পাইকড়া গ্রামের মোঃ আমজেদ মোল্যার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের  তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট  তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here