ইসমাত আরা সাদেকের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

0
137

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই স্মরণসভার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত এ স্মরণসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।
উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান সাদেকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাওলানা খলিলুর রহমান।
ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাঁকে প্রথমে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
ইসমাত আরা সাদেক ১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বগুড়ার সাতানী জমিদার বাড়ির মরহুম মাহবুবুর রহমান চৌধুরী এবং মরহুমা সায়েরা খাতুনের একমাত্র কন্যা ইসমাত আরা ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে এসএসসি ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইসমাত আরা সাদেক ২০২০ সালের ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর স্বামী প্রয়াত আবু শারাফ হিফজুল কাদের সাদেক (এএসএইচকে সাদেক) ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সফল শিামন্ত্রী। সাদেক দম্পত্তির একমাত্র ছেলে তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও মেয়ে নওরীন সাদেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here