শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে….ফিরোজ আহম্মেদ স্বপন এমপি

0
137
এম,এ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ৫২তম  শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ২১ জানুয়ারী) বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা- কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলা-ধুলায় মনোযোগী হতে বলেন। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি ফুটবল মাঠকে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগীতা কামনা করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আ.রব, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী জাহিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। সব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here