ডুমুরিয়ায় মা’সহ দুই শিশু’র মরদেহ উদ্ধার

0
235
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের সরদার পাড়ায় গতকাল শনিবার সকাল ১১টায় মা ও তার শিশু পুত্র-কন্যার মরদেহ উদ্ধার হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ৫ বছর আগে উপজেলার কোমলপুর গ্রামের আফছার সরদারের ছেলে মান্নান সরদারের(৩৫) সাথে সাজিয়াড়া গ্রামের ইসলাম গোলদারের মেয়ে ডলি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের ফতেমা খাতুন ও ৭ মাস বয়সী ওমর ফারুক নামে দু’টি সন্তান জন্ম নেয়। স্বামী মান্নান একটি বই’র কোম্পানিতে চাকরি করেন।
গতকাল সকাল ১১টার দিকে বাইরে থেকে বাড়ি ফিরে নিজ বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে মা-কে ডেকে নিয়ে ওই দরজার খিড়কি ভেঙ্গে ঘরে ঢোকে। সেখানে স্ত্রী ডলি বেগমকে ঘরের আড়ার সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। আর শিশু সন্তান ২টিকে নিথর দেহে বিছানায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে ডলি বেগমের মৃত্যু নিশ্চিত বুঝে ছেলে-মেয়েকে ডুমরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক নাঈম উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই শিশু ২টির মৃত্যু হয়েছিলো। ধারণা করছি বিষ ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে মা ও ২ শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। মামালার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here