পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন

0
213
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন তিনদিন ব্যাপী ৯২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার (৯ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি ও সহযোগী অধ্যাপক উৎপল কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড, বিশ^াস শাহিন আহম্মদ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, বোর্ডের অডিটর মোঃ আব্দুল করিম ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। প্রভাষক সঞ্চয় ধর সুমন ও সহকারী শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here