ফকিরহাটে ৫কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
186
মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়া বাসস্ট্যান্ড মোড় থেকে পাঁচ কেজি গাঁজসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল। রোববার (১১ ফেব্রæয়ারী) ভোরে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই মহিলা মাদক ব্যবসায়ী সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেন এর স্ত্রী। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে তিনি জানতে পারেন ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এক মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে অপো করছে। এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজাও জব্দ করা হয়। তিনি আরো জানান, ওই মহিলা দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফকিরহাট মডেল থানায় ১টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here