কেশবপুর কেন্দ্রীয় কালিবাড়ীর কমিটি গঠন সভাপতি শ্যামল সরকার,সম্পাদক কনক সেন ও কোষাধ্যক্ষ উদয় শংকর সিংহ

0
185

উদয় শংকার সিংহ,কেশবপুরঃ কেশবপুর কেন্দ্রীয় কালিবাড়ী কমিটি গঠন উপলক্ষে ১১ ফেব্রুয়ারী
কালিবাড়ী অঙ্গনে শুকুমার সাহার সভাপতিত্ত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেশবপুর উপজেলা পূঁজা
উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পংকজ কুমার
দাস ও উদয় শংকর সিংহ প্রমূখ।
আলোচনা সভা শেষে সর্বস্মতিক্রমে সভাপতি করা হয়েছে বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের
ট্রাষ্টি ও কেশবপুর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার
,সহ সভাপতি পংকজ কুমার দাস ও দুলাল কুমার সাহা, সাধারন সম্পাদক কনক কুমার সেন, সহ
সম্পাদক স্বপন মুখার্জি,কোষাধ্যক্ষ উদয় শংকর সিংহ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা
হয়। একমিটির অন্যরা হলেন নারী সম্পাদক শ্যামলি মজুমদার ,প্রকাশনা প্রবীর দত্ত,মন্দির ব্যবস্থাপনা
সম্পাদক আশুতোষ মজুমদার,সংস্কৃত সম্পাদক অলোক বসু,। সদস্যরা হলেন শুকুমার সাহা,চন্দ্র
শেখর সাহা, মদন সাহা অপু,উৎপল দে, বাবলু ঘোষ,সঞ্জয় দে, শিবু চক্রবর্ত্তি,কার্তিক রায়
,সত্যজিৎ সাহা ও গৌতম সেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here