শ্যামনগরে বেড়ীবাধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে নাইনটি পাইপ অপসারনের দাবিতে জেলা প্রশাসক বরাবর  অভিযোগ

0
181
সামিউল মন্টি, স্টাফ রিপোর্টার :  শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালক্ষী এলাকায় এর খোলপেটুয়া নদীর বেড়ীবাধ ও নদী ভাঙ্গন রক্ষার্থে শতাধিক মানুষের স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলার সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন। তিনি উক্ত বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোশারফ হোসেনকে নির্দেশ দেন। মোশারফ হোসেন তদন্ত-পূর্বক প্রতিবেদন এসিল্যান্ড অফিসে প্রেরণ করেছেন। তিনি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেরিবাধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে ওদুর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিক ভাবে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলে যেকোনো মুহূর্তে এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর পক্ষ থেকে অত্র  এলাকায় মাইকিং করে নাইনটি পাইপ অপসারণের নির্দেশ দিলেও  নদী ভাঙ্গন এলাকায় নাইনটি পাইপ দ্বারা পানি উঠানামা অব্যাহত রয়েছে। এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here