আজম খাঁন: নড়াইল সদর উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।
২৪ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ১১ টার সময় নড়াইল সদর উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ৬ জন প্রধান শিক্ষকদেরকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কক্ষে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ও মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমারের সভাপ্তিত্বে এ সম্বর্ধনা সভায় উপস্থিত সকল প্রধান শিক্ষকগন বিদায়ী প্রধান শিক্ষকদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়াও আলোচনায় সকলে তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। আলোচনার পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দ্রুব কুমার ভদ্র, ভিক্টোরিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নিমাই চন্দ্র পাল, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের মো: নাসির উদ্দীন, শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নীরেন্দ্রনাথ বাসক, তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিভা বিশ্বাস ও এবিএম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমীর চক্রবর্তী।















