৫ ইউনিয়নে ২৯টি প্রতিষ্ঠানের হাফেজদের কুরআন প্রতিযোগিতা

0
216

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ যশোর সদর উপজেলা মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসার উদ্যোগে শনিবার দিনব্যাপী হেফজুল কুরআন প্রতিযোগিত অনুষ্ঠিত হয়। নুরপুর উত্তরপাড়া মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসায় ৫ ইউনিয়নে (হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাটি দেয়াড়া ও ফুলসারা) ২৯টি প্রতিষ্ঠানের ৩ শত ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা হয়েছে ৫টি ধাপে। কুরআন মুখস্ত ৫, ১০, ২০, ৩০ পারা এবং খতমী ছাত্রদের মাঝে হেফজুল কুরআর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ পারা গ্রুপের ১ম হয়েছেন বোরহান বীন রাশেদ, খোজারহাট মাদ্রাসা, ১০ পারা গ্রুপের ১ম হয়েছেন আফনান ঝাউদিয়া মাদ্রাসা, ২০ পারা গ্রুপের ১ম হয়েছেন আব্দুর রহমান রসুলপুর মাদ্রাসা, ৩০ পারা গ্রুপের ১ম হয়েছেন ফাহিম বীন আবু হানিফ বাদামতলা মাদ্রাসা ও খতমী গ্রুপের ১ম হয়েছেন আবু হুরায়রা আরিচপুর মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী মুজিবুর রহমান মুহতামিম দড়াটানা মাদ্রাসা ও সভাপতি জেলা ফতোয়া বোর্ড যশোর, প্রধান মেহমান হযরত মাওলানা আনোয়ারুল করিম মুহতামিম রেল স্টেশন মাদ্রাসা ও সভাপতি জেলা ইমমা পরিষদ যশোর, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমানী সিনিয়র মহাদ্দিস রেল স্টেশন মাদ্রাসা যশোর, বিশেষ অথিতি হাফেজ শহিদুল্লাহ মহতামিম ঝাউদিয়া মাদ্রাসা, হাফেজ ছমির উদ্দীন নায়েবে মহতামিম অত্র মাদ্রাসা, মশিউর রহমান সাগর সাবেক চেয়ারম্যান ৬নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ, যশোর। হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, বাংলাদেশ থেকে আর্ন্তজাতিক ভাবে খেলা, শিক্ষা ও সংস্কৃতি সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও তারা সুনামের সাথে বিজয় সিনিয়ে আনতে না পারলেও আমাদের কোরআনের হাফেজরা বরাবরই লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে বিশ্ব দরবারে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হচ্ছি। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রাইছি’র নিকট থেকে কোরআনের প্রথম স্থান অধিকার করে লাল সবুজের পতাকা জড়িয়ে ১ম স্থান অধিকারকারী হাফেজ বশির আহমেদ পুরস্কার তুলে নিয়েছেন। সরকারের তেমন সুযোগ সুবিধা না থাকলেও সাধারণ মানুষের সার্বিক সহযোাগিতার ফলে অসহায়, দরিদ্র ও এতিম ছাত্ররা কোরআনের হাফেজ হয়ে দ্বিনের খেদমত করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here