কলারোয়ায় মেডিকেলে চান্সপ্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান

0
179
এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া থেকে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ প্রাপ্ত ৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কৃতি ৪ শিক্ষার্থীই অস্বচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ওই আর্থিক অনুদান প্রদান করা হয়। বৃহস্পতিবার( ২৯ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে মেডিকেলে( এমবিবিএস) চান্সপ্রাপ্ত ৪ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন শেষে আর্থিক অনুদান( চেক) প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আর্থিক অনুদান প্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের আব্দুল আজিজের পুত্র অমিত হাসান( খুলনা মেডিকেল কলেজ,খুলনা), শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যা হুমাইরা ইয়াসমিন(রাজশাহী মেডিকেল কলেজ- রাজশাহী),ধানদিয়া গ্রামের রাজ কুমার মুখার্জির পুত্র প্রান্ত মুখার্জি(খুলনা মেডিকেল কলেজ, খুলনা) ও খোর্দ্দ- বাটরা গ্রামের নারায়ন চন্দ্র গুপ্তর পুত্র তন্ময় গুপ্ত( সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা)। সব শেষে অতিথিদ্বয় কৃতি শিক্ষার্থীদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে দু:স্থ ও অসহায় মানুষ সহ সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রনী ভূমিকা রাখার  প্রত্যাশা ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here