শ্যামনগর ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

0
207
মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার আটুলিয়ার   পশ্চিম  িবড়ালক্ষ্মী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।  ৪মার্চ সোমবার বিকাল ৩ টায়    দুর্যোগ ঝুকি  ব্যবস্থাপনা কর্মসূচি, ব্রাকএর অর্থায়নে  সিপিপি এর বাস্তবায়নে      আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু এর সভাপতিত্বে ও উপজেলা সিপিপি টিম লিডার   শেখ মাকসুদুর রহমান মুকুল এর সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান
রুটিন দায়িত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ  ফরহাদ হোসেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ব্রাক,   শাহিনুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , পুলিশের এস আই সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক জিয়াউল হক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিতিতে মহড়া অনুষ্ঠিত হয় সমগ্র  মহড়াটি পরিচালনা করেন      মুন্সি নূর মোহাম্মদ সহকারি পরিচালক   সিপিপি  শ্যামনগরও আটুলিয়া সিপিপি টিম লিডার  মোঃ আবীর হোসেন উল্লেখ্য উপকূলীয় এলাকায় এই দুর্যোগ প্রবন  মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ দুর্যোগ পূর্ব চলাকালীন ও পরবর্তীতে   ব্যক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ   জান মালের হয় ক্ষতি কমিয়ে আনার জন্য  এই মহড়ার আয়োজন করা হয।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here