মনিরামপুরে খাবারে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে সর্বোত্ত লুটপাট  

0
203
(জি,এম ফারুখ) : মনিরামপুর উপজেলা রাজগঞ্জ (খালিয়া) গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে খাবারে চেতনাশক ঔষধ প্রয়োগ করে সর্বত্ত লুটপাট সংগঠিত হয়েছে। বাড়ির মালিক কৃষক আব্দুল গণী বলেন, মঙ্গলবার দুপুরে আমরা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া সম্পন্ন করি। খাবার খাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এক থেকে দুই জন ঘুমিয়ে পড়ি। বিকাল বেলায় ঘুম থেকে উঠে পড়ি। আবার সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে পড়ি। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মধ্যে সব কিছু এলোমেলো। পরে চিৎকার করলে বাড়ির আশে পাশের লোকজন ছুটে আসে। ধারণা করছি খাবারে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে চোরেরা সর্বোত্ত লুটপাট করেছে। লুটপাটের মধ্যে দুইটি মোবাইল ফোন, একটি সোনার চেইন, একটি মাথার টিকলি, দুইটি হাতের রুলি, কানের দুল দুইটি, তিনটি আংটি, একজোড়া পায়ের নুপুর ও একটি নতুন ব্লু রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল লুটপাট করা হয়েছে। বাড়ির মালিক আরো বলেন, আমার প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে ও বাড়ির সামনের মেইন গেইটে তালা দেবার কারণে চোরেরা ছাঁদের ওপরের গেইট দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। বাড়ির আশেপাশের লোকজন বলেন, এমন লুটপাটের ঘটনায় আমরা হতভাগ্য। লুটপাটের ঘটনার বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাণী ইসরাইলের সংগে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, কিন্তু আমি যশোরে মিটিংয়ে আছি, আমি আমার সংগীয় ফোর্স পাঠিয়ে দিয়েছি বিষয়টি তারা দেখছেন। এবিষয়ে কথা হয় ৯ং ঝাঁপা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাসেমের সাথে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং সেখানে যেয়ে সব কিছু দেখে আসছি। এই লুটপাটের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here