মণিরামপুর : নিজ জন্মভূমি মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে সংবর্ধিত হলেন যশোর—৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। রোববার বিকেলে শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চিনাটোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনাকে ঘিরে দুপুর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শামিল হন বিদ্যালয় মাঠে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহাদুল করিমের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় এমপি এস এম ইয়াকুব আলী বলেন, ‘শ্যামকুড় আমার জন্মভূমি। মাটির মানুষ হিসেবে শ্যামকুড়বাসীর কাছে আমার জবাবদিহি আছে, দায়বদ্ধতাও আছে। সেই দায়বদ্ধতায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের পাশে থাকবো। ৭ জানুয়ারী নির্বাচনে আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় মণিরামপুর তৃণমূলের মানুষের কাছে চিরঋণী হয়ে আছি।’ তিনি সবাইকে সঙ্গে নিয়ে মণিরামপুরের উন্নয়নকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এরআগে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এমপি এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফজলুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, হাসেম আলী, গৌর কুমার ঘোষ, এ্যাডভোকেট সুব্রত ব্যানাজীর্ ও বাবুল আক্তার বাবলু।















