নড়াইলে বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

0
213

নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রায় ১০ বছর পর লোহাগড়া উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে লোহাগড়া আদর্শ সরকারি কলেজ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্যা নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ,যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,এসএম ফেরদৌস রহমান, টিপু সুলতান প্রমূখ। এর আগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে খুলনা বিভাগীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত যোগদান করেন।দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,২০১৫ সালের পর প্রকাশ্যে সভা-সমাবেশ করতে দেখা যায়নি উপজেলা বিএনপির। প্রায় ১০ বছর পর দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here