কালিগঞ্জে বালু ইজরা মহল শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে 

0
250
কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ইছামতি নদীতে বালুচর মেয়াদ থাকা সত্ত্বেও জোরপূর্বক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শত শত বালু শ্রমিকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।এ সময়ে উপস্থিত ছিলেন বালু ইজরা নৌকা মালিক সমিতির সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, বালু শ্রমিকদের সভাপতি রিপন গাজী,চর ইজারা সমিতির সভাপতি কুদ্দুস গাজী,রনি প্রমুখ।মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন” এ নদীকে ঘিরেই হাওরপাড়ের লাখ লাখ শ্রমিকের জীবন জীবিকা ও আয় রোজগারের মধ্যেমে গড়ে উঠেছে তাদের সুন্দর পথচলা। এই নদীকে ঘিরে হাওরপাড়ের বেকার শ্রমিকরা কর্মসংস্থানের মাধ্যমে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার পাশাপাশি তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠানোর একটি সুযোগও এই নদী। শ্রমিকেরা জীবন জীবিকা ও আয় রোজগারের আশায় কোমড় বেঁধে নদীতে প্রতিদিন নেমে তুলছেন বালু। তাদের এই কষ্টার্জিত বালু উত্তোলন করে তা বিক্রি করে দুবেলা দুমুঠো ভাতর জোগাড়ের ব্যবস্থা করতে পারায় তারা বেজায় খুশী। হাতের সাহায্যে পরিবেশবান্ধব উপায়ে বালু উত্তোলন করছেন প্রায় ১ হাজারের অধিক শ্রমিক। আমাদের তিন বেলার আহার জুটে এ নদীকে ঘিরে। নদী বন্ধ থাকায় লগ্নি করে সংসারের খরচপাতি করেছি।
মানববন্ধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here