ঝিকরগাছার পল্লীতে সন্ত্রাসী কর্তৃক পিতাকে খুজে না পেয়ে ছেলে রিয়াদকে কাচি দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ !

0
223
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার পল্লীতে দূর্ধর্ষ সন্ত্রাসী কর্তৃক গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন প্যাঞ্চাকে খুজে না পেয়ে তার ছেলে রিয়াদ হোসেন (১৮) কে কাচি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখমের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে। জানাগেছে, চলতি ইরিবোরো মৌসুমের শেষের দিকে দোসতিনা উত্তরপাড়া গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন একই স্কীমের আনসার আলীর জমির উপর দিয়ে অন্য কৃষকের ইরিবোরো ক্ষেতে সেচ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী আনসার আলী হাতে ধারালো কাচি নিয়ে গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেনকে তার বাড়িতে গিয়ে খুজতে থাকে। এসময় ড্রাইভার আনোয়ার হোসেন বাড়িতে না থাকায় তার ছেলে রিয়াদ হোসেনকে তাদের বাড়ির উঠানে ধারালো কাচি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। এতে রিয়াদের একটি কান কেটে গেছে ও তার বামহাত ক্ষতবিক্ষত হয়েছে বলে জানাগেছে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় খবর পেয়ে প্রতিবেশিরা এসে সন্ত্রাসী আনসার আলীকে আটক করে এলোপাতাড়ী মারপিট করে। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন ঘটনাস্থলে গিয়ে ধারালো কাচিসহ সন্ত্রাসী আনসার আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রিয়াদ হোসেন পিতা আনোয়ার হোসেন প্যাঞ্চা বাদি হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন বলে থানার ডিউটি অফিসার এস আই মেজবাহুর রহমান রবিবার সন্ধ্যায় জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here