কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি সহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
231
এম,এ সাজেদ,কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি সহ একাধিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার( ৩০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমেই মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। পরে একই ভ্যেনুতে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাসিক চোরাচালান নিরোধ কমিটি, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি,  উপজেলা ইনোভেশন ও আইসিটি কমিটি, মাসিক এনজিও ও সমন্বয় সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়। সভায়  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলা, থানার ভারপৈাপ্ত কর্মকর্তা( তদন্ত) তাইজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, পিআইও রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিমেষ কুমার দাস, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, ফায়ার সার্ভিস স্টেশন লিডার হুমায়ুন কবির, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা জিয়াউল হক জিয়া,  তথ্য সেবা কর্মকর্তা অনিমা রায়, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সূধি ও সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here