গাংনীতে জনতার মুখোমুখি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা

0
233
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি ১৪ প্রার্থী এবং জনতার  মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনগণের পাওয়া না পাওয়া এবং নির্বাচন পরবর্তী উন্নয়ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
দি হাঙ্গার প্রজেক্টের পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) বৃহস্পতিবার (৯মে) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।
অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩জন অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here