কলারোয়ায় পানিতে ডুবে শিশু শ্রেণির ছাত্রী খাদিজা খাতুনের মর্মান্তিক মৃত্যু

0
215
এম, এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খাদিজা খাতুন (৬) নামের এই শিশু কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গদখালি গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে শিশু খাদিজাকে সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে গ্রামের দুই মসজিদের মাইকে প্রচার করে সকলকে জানানো হয়। অবশেষে বেলা ১ টার দিকে কলারোয়া সরকারি কলেজের পুকুরে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা ও স্বজনেরা। এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুনের মৃত্যুতে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান সহ সকল শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here