জি আর পি পুলিশ – মানবিক কাজের স্বীকৃতি পেলেন এসআই মনিতোষ

0
438

যশোর প্রতিনিধি : যশোর রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস যশোর রেলওয়ে পুলিশের দায়িত্ব পালনকালে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন। গত এপ্রিল মাসে খুলনা রেলওয়ে জেলার বিভিন্ন ধরনের মোট ১০টি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে সুপরিচিত খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি যশোর জি আর পি পুলিশের ফাঁড়ি ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসকে গত ৮ এপ্রিল এক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। যশোর রেলওয়ে পুলিশ  ফাঁড়ির অন্যান্য সদস্যদের নিয়ে মানবিক ও জনবাদ্ধব কাজে সচেষ্ট থাকেন ইনচার্জ মনিতোষ বিশ্বাস। মাত্র এক মাস আগেই তিনি যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগদান করেছেন।তার জনবান্ধব কার্যক্রমে পুলিশের ভাবমূর্তি যথেষ্ট উন্নত হয়েছে। তার কাছে যে কোন সময় যে কোন যাত্রী কোন অভিযোগ নিয়ে আসলে তিনি তার পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন।তার এপ্রিল মাসের ভালো কাজের মধ্যে রয়েছে স্টেশন থেকে হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দেয়া, তিনটি মোবাইল ফোন সিসি ফুটেজ দেখে সনাক্ত করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, ২টি হারিয়ে যাওয়া শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর, প্রায় ৬ মাস আগে এক নিখোঁজ বৃদ্ধাকে তার পরিবারের কাছে হস্তান্তর, এছাড়াও ট্রেনে ও যশোর রেলওয়ে স্টেশনে হারিয়ে যাওয়া বেশ কয়েকটি ব্যাগ তার আন্তরিক প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয়েছে।তার মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ গত ৮ মে অনুষ্ঠিত খুলনা রেলওয়ে জেলার মাসিক কল্যাণ ও অপরাধ  সভায় খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার তাকে ক্রেস্ট ও নগদ অর্থের মাধ্যমে পুরস্কৃত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here