কেশবপুর ব্যুরো: মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা এর আয়োজনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে প্রতিষ্ঠানের হলরুমে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপক লিটন বেপারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মশিউর রহমান ও কেশবপুর চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে ১৮৫ টি শিশুর হাতে উপহার সামগ্রী হিসাবে ব্যাগ,চাদর ও মশারী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলসি সভাপতি জাবেশ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন শংকর দাশ।















