যশোরের কচুয়ায় মুক্তিযোদ্ধা ইন্তেকাল গার্ড-অব-অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন

0
158

রাসেল মাহমুদ : যশোর সদর উপজেলার কচুয়া খালকুল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গত শুক্রবার আনুমানিক ভোর ৪ টার দিকে হৃদরোগ জনিত কারণে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবার। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান। এদিন বিকাল ৪ টায় সময় মৃতের গার্ড-অব-অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহামুদুল হাসান। এ সময় মৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন গার্ড-অব-অনার প্রদানকারী দলটি। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। গার্ড-অব-অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যপক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, নরেন্দ্রপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কেসমত আলী, কচুয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিন্টু, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃতের কনিষ্ঠ পুত্র খুলনা বিভাগীয় কমিশনারের সিএ নাজমুল হাসান জানান, ২১ জুন শুক্রবার আসরবাদ নিজ বাড়ি কচুয়া খালকুল পাড়ায় তার পিতার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের জানাজায় অংশ গ্রহণ করেন যশোর সদর উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাপক, শাখারীগাঁতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক হারুন-অর-রশিদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here