বৈশ্বিক উষ্ণতা নিরসনে যশোর অঞ্চলে  তিন লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

0
187
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ কৃষিই সমৃদ্ধি স্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে ফলদ,বনজ ঔষধি ও শোভা বর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল মাঠের  হাজরাতলা রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।যশোর জেলা সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে মনিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকারের  সভাপতিত্বে  ও কৃষি সম্পসারণ অফিসার মোঃ শাহরিয়া হোসেনর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  হর্টিকালসার সেন্টার যশোরের উপপরিচালক দীপঙ্কর দাশ,তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার,জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আবু তালহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর   যশোরের অতিরিক্ত পরিচালক প্রতাপ মন্ডল,  মনিটরিং অফিসার  মোঃ আবুল হাসান,কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি,মনিরামপুর  উপজেলা অতিরিক্ত  কৃষি  অফিসার শারমিন শাহনাজ প্রমূখ। উপ পরিচালক ডঃ সুশান্ত কুমার তরফদার বলেন,  বৈশ্বিক উষ্ণতা নিরসন,পুষ্টি  ও ভেষজগুণ সমৃদ্ধ পরিবেশ গঠনকে সামনে নিয়ে যশোর অঞ্চলে অন্ততঃ ৩ লক্ষাধিক ফলদ,বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের বাকোশপোল এলাকার হাজরাতলার মাঠের রাস্তায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here