কলারোয়ায় ১২ কোটি টাকার মাদকসহ চোরাকারবারি আটক 

0
189
এমএ সাজেদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন (২৩) নামের এক চোরাকারবারি আটক করেছে বিজিবি। আটক ইমন উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রাজপুর সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইমনকে ওই মাদকসহ আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের ও এনসিও নায়েক হরমুজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ইমনের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ইমন তার  বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে বলে স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here