নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধিঃ যশোর সদরের কুয়াদা বাজার সংলগ্ন কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদরাসার সামনে প্রাইভেট কারের ধাক্কায় হোসেন আলী (৪৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত হোসেন আলী কামালপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পাটোয়ারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত ভ্যানচালক হোসেন আলী ভ্যানগাড়ি রেখে রাস্তার পাশে ঘাস কাটছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। প্রাইভেট কারের নাম্বার ঢাকা মেট্রো গ ৩৭-৮৬১০। প্রাইভেট কারের ধাক্কায় হোসেন আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তিনি মারা যায়। মৃত্যু অবস্থায় ভ্যানচালক হোসেন আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের এস আই জুবায়ের’র নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ভ্যানচালক হোসেন আলীর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়।















