সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা

0
168

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা লেঃ কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী ,সিভিল সার্জন ডাঃ মো:আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম,জেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মুকুল,সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, জজ কোর্টের পিপি এড আব্দুস সাত্তার,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমান, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্যা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সহ সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।সভায় আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও চোরা চালান প্রতিরোধ, অনলাইন জুয়া, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here