প্রেস বিজ্ঞপ্তি : পৌর প্রশাসন যদি এক মাসের ভিতর কর প্রদানকারী খাত ওয়ারি সেবা দেওয়ার
ঘোষণা দিতে ব্যার্থ এবং সাবমার্সিবল বিল বাতিল না করা হলে
নাগরিকরা কর প্রদান করা বন্ধ করতে বাধ্য হবে। আজ ৩১ জানুয়ারী বিকাল
৪টায় আব্দুস সামাদ স্কুল মাঠে পৌর নাগরিক কমিটি যশোরের এক সভা
থেকে এই ঘোষণা দেওয়া হয়।
পৌর নাগরিক কমিটি যশোরের আহ্বায়ক শওকত আলী খানের সভাপতিত্বে
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত হয়- পৌর কর্মকর্তা
কর্মচারীদের দূর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাপ্লাইয়ের পানির
গতি বৃদ্ধি ও পানি বিশুদ্ধ করতে হবে। সাপ্লাইয়ের সংযোগ ঐচ্ছিক করতে
হবে। রাস্তা ড্রেন সংস্কার করতে হবে। পৌরসভার ভেতর অবস্থিত সকল সরকার ও
পৌরসভার পুকুর সংরক্ষণ করে সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে। প্রত্যেক
ওয়ার্ডে খেলার মাঠ সৃষ্টি করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, এড. মাহমুদ
হাসান বুলু, তসলিম উর রহমান, নাসির আহমেদ সাঈদ সেফার্ড, অধ্যক্ষ
শাহিন ইকবাল, মাহমুদ রেজা, ডা. আবুল হোসেন, কামাল হাসান পলাশ,
শেখ আলাউদ্দিন, খবির সিকদার, মোকবুল হোসেন, খবির শিকদার, জিন্নাত
আলী, নির্মল কান্তি বিশ্বাস প্রমুখ। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন সদস্য
সচিব জিল্লুর রহমান ভিটু।















