গোয়ালডাঙ্গায় ভাঙ্গনের দেড় মাস পর প্রাথমিক ভাবে বাঁধের কাজ শুরু

0
121

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙ্গনের দেড় মাস পর প্রাথমিক ভাবে বাঁধের কাজ শুরু করা হয়েছে। (৭ এপ্রিল) রবিবার সকাল থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে এই বাজার রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু করা হয়। উল্লেখ্য গত দুই মাস পূর্বে ওয়াবদা রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হতে থাকে। ভাঙ্গনের শুরু থেকে আস্তে আস্তে প্রায় ৬০০ মিটার ওয়াবদা রাস্তা ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যেটা বিভিন্ন পত্রপত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে বেড়িবাঁধের কাজে হাত দেওয়া হয়। ভাঙ্গনে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং না দেওয়া হলে পরবর্তীতে এর চেয়ে আরও ক্ষতি হতে পারে বলে ধারণা করেছে বাজার কমিটি ও আল আকসা জামে মসজিদ কমিটি সহ স্থানীয়রা।
খুলনা শেখ সোহেল কোম্পানির ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল কালাম আজাদের ম্যানেজার আনন্দমোহন জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমরা প্রাথমিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছি। তবে এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙ্গনের সরকারিভাবে আমরা কোন বরাদ্দ পাইনি। পূর্বের নদী খননের ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে কাজ করেছে। অতি দ্রুত বাজেট পেলে ভাঙ্গন কবলিত অংশে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here