আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

0
169

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশেষ অভিযানে সাত জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এসআই অনাথ মিত্র, মোঃ রশিদুজ্জামান, মোঃ ফিরোজ আলম, মোঃ আলমগীর কবির সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-৪৬৯/২৪ মামলার আসামী টেকাকাশিপুর গ্রামের খালেক সানার ছেলে মোঃ ওহাব আলী ও সিআর-৭৭/২৪ মামলার আসামী মোঃ জিল্লু সরদারের ছেলে মোঃ উজ্জল সরদার, আশাশুনি থানার ৫(৪)২৫ নং মামলার আসামী রুইয়ারবিল গ্রামের আব্দুল মান্নান গাইন এর ছেলে আব্দুস সালাম গাইন (২৬) ও মোঃ শাহিন গাইন (৩৫), মৃত আব্দুস সামাদ গাইন এর ছেলে মোঃ সাহেব আলী (৩০), ২৫(৩)২৫ নং মামলার আসামী দরগাহপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে মোঃ রফিকুল গাজী (৪০) ও মোঃ ইছরাফুল গাজী (৩৭)কে ভিন্ন ভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here