যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

0
216

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জ¦ীন হেনরি ডুনান্টের ১৯৭ তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ বৃহস্পতিবার সকাল ৮.৩০টায় ইউনিট কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক ও যশোর ইউনিটের চেয়ারম্যান, মোঃ আজাহারুল ইসলাম। এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জাহিদ হাসান টুকুন, সেক্রেটারী, যশোর রেড ক্রিসেন্ট ইউনিট। এসময় আরোও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শতাধিত যুব সদস্য। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী ইউনিট অফিস চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউনিট অফিসে এসে শেষ হয়। এরপর যুব রেড ক্রিসেন্ট, সরকারী এম এম কলেজ শাখার সহযোগিতায় যশোর সদর জেনারেল হাসপাতালে ২০০ রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণে উপস্থিত ছিলেন আহ্বায়ক, যুব রেড ক্রিসেন্ট শাখা, সরকারী এম এম কলেজ, যশোর এবং ইউনিট লেভেল অফিসার মোঃ মোক্তার হোসেনসহ যুব সদস্যবৃন্দ। সকাল ১১টায় যুব রেড ক্রিসেন্ট, যশোর ইউনিটের উদ্যোগে এক রক্তদান কর্মসূচী আয়োজন করা হয় এবং ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিশ^ রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গত ৬ মে ৩টি বিভাগে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ০৮মে বিকাল ৫ টায় রেড ক্রিসেন্ট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোক্তার হোসেন, ইউনিট লেভেল অফিসার, যশোর রেড ক্রিসেন্ট ইউনিট.যশোর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here