আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের কর্মশালা

0
110

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র চন্দ, প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অফিসার প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, পাচার কি, পাচারের কারন, ধাপ ও কৌশল বিষয়ে আলোচনা উপস্থাপন করেন এবং ডকুমেন্টারির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মানব পাচারের শিকার সারভাইভারদের চিত্র প্রদর্শন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ যতো আধুনিক হচ্ছে পাচারের পদ্ধতি ও নতুন ফন্দি-ফিকির নিয়ে পাচারকারীরা মানুষের কাছে যাচ্ছে। সে কারণে মানুষকেও এসব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সতর্ক করা দরকার। তা না হলে মানব পাচার প্রতিরোধে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। একইসাথে তাদেরকে সমাজ ও আইনের সামনে তুলে ধরতে হবে এবং পাচারকারীদের চিহ্নিত করে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভারদের সুরক্ষা বিষয়ক কর্যক্রমে ইউডিসি প্রতিনিধিরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রচারণা চালাবেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড এম্বাসেডর এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here