যশোরে স্বচ্ছ নিয়োগে ট্রেইনি কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৮ জন

0
136

যশোর অফিস : স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৮ জন মেধাবী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৯ মে সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল সেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং রাতে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এসময় উত্তীর্ণদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে কয়েকটি ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়েছে। আজ যারা উত্তীর্ণ হয়েছেন,তারা সবাই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সফলতা অর্জন করেছেন।”তিনি উত্তীর্ণদের শুভেচ্ছা জানান এবং যারা এবার নির্বাচিত হতে পারেননি, তাদের পরবর্তীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here