ভারতে পাচারকালে যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

0
309

স্টাফ রিপোর্টার : ভারতে পাচারকালে যশোরে ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। আটক পাচারকারী জয়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার আজগর মোল্লার ছেলে। বুধবার (২৫ জুন) ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল¬াহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে জয়নাল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার জুতার সোলের ভেতরে রাখা ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজা টাকা বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল বিজিবিকে জানিয়েছেন, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো নিয়ে সাতক্ষীরা সীমান্তে পৌঁছে দেয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here