যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচা বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন/ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে

0
148

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচা বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে বৃহস্পতিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, মাদকের কোন উপকার নেই। বরং মানুষকে ধ্বংস করে । এটা থামানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও তথ্য উপস্থাপন করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন গণপর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। বক্তব্য রাখেন গণপর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here