রাজগঞ্জে চাইনিজ কুড়ালের আঘাতে বিএনপির নেতার মৃত‍্যু : আটক ৩

0
83

আনিছুর রহমান : পারিবারিক কলহের জেরে জামায়াত কর্মি ও শিবিরের ক‍্যাডারের চাইনিজ কুরালের আঘাতে গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় বিএনপির নেতা মৃত‍্যু বরণ করেছে। একই হাসপাতালে মৃত‍্যু শয‍্যায় পাঞ্জা লড়ছে নিহত বিএনপি নেতার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করছে। এলাকাবাসী ও প্রত‍্যক্ষদর্শি পরিবার সুত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও তার সহদর ভাই জামায়াত কর্মি হান্নান। পারিবারিক কলহের জের ধরে ১২ জুলাই শনিবার দুপুরে বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে ও তার স্ত্রী অজিবা খাতুনকে বাড়িতে ফেলে চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেন জামায়াত কর্মি হান্নান ও তার ছেলে শিবিরের ক‍্যাডার রহমত আলী। অধিকাংশ আঘাত মাথায়, ঘাড়ে ও পিঁঠে লাগে। দেখে মনে হয় খুনিরা অভিজ্ঞ হত‍্যাকারী কিলার। এ সময় পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব‍্যরত চিকিৎসক তাদের দুজকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসারত অবস্থায় ১ দিন পর শনিবার রাত ১টা ৩০ মিনিটে মান্নান মৃত‍্যু বরণ করেন। তবে মান্নানের স্ত্রীর অবস্থা আরো আশংকাজনক। মান্নানের তিনটি কন‍্যা সন্তান রয়েছে। এবিষয়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানায়, জমিজমা নিয়ে পারিবারিক ভাবে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। যার কারনে তারা পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরো বলেন, খুনি হান্নান জামায়াতের সক্রিয় কর্মি ও তার ছেলে রহমত শিবিরের ক‍্যাডার। এরা সম্পর্কে ভাই ও ভাইপো। ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here